জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ৬ এপ্রিল বৃহস্পতিবার। ওই দিন সকাল ১১টায় সংসদ অধিবেশন বসবে।
মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন। চলতি বছরের ২য় এবং জাতীয় সংসদের ৫০ বছর ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে বিশেষ অধিবেশনটি আহ্বান করেন রাষ্ট্রপতি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-২