‌‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনাটি বাস্তবায়নে চতুর্থ পর্যায়ে দিরাইয়ে আরও ৯৫টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।
 

মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। ওইদিন দিরাই উপজেলায় আরও ৯৫টি জমিসহ ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হবে।
 


উপজেলা নির্বাহী অফিসার জানান, দিরাই উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে প্রতিশ্রুত ২শতক জমিসহ ৭৮২ টি উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ের ৯৫ টি নিয়ে সর্বমোট ৮৭৭ টি ঘর হস্তান্তর হবে।
 

এসময় উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২৫