বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের দু’চোখ ভরা স্বপ্ন। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের মধ্যে মেধাবীরা বাস করে কিন্তু মেধাবীর মধ্যে ভালো মানুষ বাস করে না। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে হবে। এজন্য দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পড়াশোনায় মনোযোগী হওয়া কথা বলেন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তোমাদের আজকের কষ্ট ও পরিশ্রম আগামী দিনের সুন্দর পথের পাথেয় হবে। তোমাদের জানার আগ্রহ থাকতে হবে। জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে। তাহলেই তোমরা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবে। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে। সুস্থ সংস্কৃতি ছেলেমেয়েদের নতুন কিছু শিখতে উৎসাহিত করে। উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষকরা ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যত তৈরী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ সমাজ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সহ-সভাপতি ও মানব পাচার আপরাধ দমন আদালত সিলেটের স্পেশাল পিপি এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বনাথ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, এম এ মজনু-ফোরাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের ডা: আব্দুল মমিন সাহেবের সুযোগ্য পুত্র দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী পারভেজ হাসান, প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান রায়হান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষদের মধ্যে আব্দুর রশীদ, মো. ইলিয়াস, মো. দিলুয়ার হোসেন, আফিয়া বেগম, আব্দুল মুনিম, মোঃ খায়ের আহমদ, সালমা আক্তার, সুপ্রদ্রা রাণী, নাসরিন জাহান, মো. আমিনুল হক, ফাহিমা বেগম ও মাহমুদা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও ভোরের ডাক বিশ্বনাত প্রতিনিধি সাংবাদিক আহমদ আলী হিরন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিকুর রহমান আতিক, প্রাক্তন ছাত্র আকলম হোসেন, শাহজাহান মিয়া, অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত