প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন ও ভৃমিহীনদের ঘর উপহার দেওয়ার প্রকল্পের চতুর্থ পর্যায়ে সিলেট সদর উপজেলায় ৪৪ টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন ও ভৃমিহীনদের ঘর উপহার দেওয়ার প্রকল্পের চতুর্থ পর্যায়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করা হয়। এর মাধ্যমে দেশের ৯টি জেলার ২১১টি উপজেলা সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের পর পর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার নুসরাত আজমেরি হক এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আশফাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেনসহ অফিসারবৃন্দ।
এদিকে উপজেলার ৪৪ টি পরিবার ঘর পেয়ে অত্যান্ত উৎফুল্ল ও আনন্দিত হয়েছে। তাদের অনেকেরই অবস্থা খুবই সূচনিয়।মাথাগোজার ঠাই পেয়ে তাদের মূখে হাসি ফুটেছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩