সারা দেশের ন্যায় দোয়ারাবাজারেও চতুর্থ পর্যায়ে স্বপ্নের ঠিকানা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৮৮টি ভূমি ও গৃহহীন পরিবার।
 

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহারের ঘর বিতরণকালে উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মের্শেদ মিশু, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ও সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-৩১