ফাইল ছবি

টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ নিশ্চিত করতে পারতো স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় ওয়ানডে পণ্ড হওয়ায় অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল(বৃহস্পতিবার) আইরিশদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সিলেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
 

সিলেটে প্রথম ওয়ানডেতে দুটি রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। সাকিব-হৃদয়ের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তুলে ৩৩৮ রান। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে জুটিয়ে যায় আইরিশরা। ১৮৩ রানের জয়ের মাধ্যমে হয়েছে আরও একটি রেকর্ড। এর চেয়ে বেশি রানে আগে জেতেনি বাংলাদেশ।


দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত ছিল টিম টাইগার্স। মুশফিকুর রহিমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে সিরিজ হার এড়ানো কঠিন আয়ারল্যান্ডের জন্য। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ দল :

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার।

আয়ারল্যান্ড দল :

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্তিস ক্যাম্ফের, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হামফ্রেস, বেঞ্জামিন হোয়াইট, জোশুয়া লিটল ও গ্রাহাম হুম।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৯