দিরাইয়ে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ASD) স্টেপ অফ বিল্ডইন প্রকল্পের অর্থায়নে ‘গার্ড ওয়াল’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এবং কলিদ্রুম গ্রামে প্রায় ৪১৪ মিটার গাইড ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
 


এসময় উপস্থিত ছিলেন- তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ চৌধুরী, নির্বাহী পরিচালক এএসডি মো:আব্দুল করিম, কর্মসূচি পরিচালক মো. হামিদুর রহমান, হেড অব এডমিন শিপার আহমেদ, হেড অব এডমিন এবং এইচ আর এএসডি, দিরাই মো. মদরিছ মিয়া চৌধুরী, ফিল্ড সুপারভাইজার এএসডি দিরাই মো. নজরুল ইসলাম, টিও ইঞ্জিনিয়ারিং এএসডি দিরাই অজিত কুমার দাস, এফও এএসডি তাড়ল ইউনিয়ন প্রমুখ।
 

এই গাইড ওয়াল নির্মাণ হলে হাওরের ভাঙ্গন থেকে দুইটি গ্রামের শতাধিক পরিবার  রক্ষা পাবে। উল্লেখ্য যে গত বন্যায় দুইটি গ্রামের প্রায় ৫০টির অধিক বসত ঘর ভেঙে গেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৬