সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
শনিবার (২৫শে মার্চ) ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে আয়োজিত র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দীন, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি এসএম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ জুবেল।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০১