ছাতকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন বুলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, শিক্ষক কামাল উদ্দিন, হেলালুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাওলানা জিয়াউর রহমান, সাংবাদিক সাকির আমিন। 


এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব মোস্তফা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা সতেরো স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/তমাল/পল্লব-২৬