সিলেটের কোম্পানীগঞ্জে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ২১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবুল বাশারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের রাজ্জাক মিয়া ওরফে মস্তান (৫৬), ইসলামপুর গ্রামের বাবুল মিয়া (৫৫), ফয়জুল (৪০), শাহাদাত আলী (৩৫), মো. ইসলাম (৫২), এরশাদ মিয়া (২৮), শিলেরভাঙ্গা গ্রামের আল আমিন (২৪), ফারুক মিয়া (৩২), টুকেরগাঁও গ্রামের মোহন মিয়া (৫০), সোহেল মিয়া (২৯), মো. হাসান (২৯), রেনু মিয়া (৪৫), আবুল বাশার (৩৫), নয়াগাঙ্গেরপাড় গ্রামের আব্দুল আলী (৩০), ফজলু মিয়া (৫০), ঢালারপাড় গ্রামের ফরহাদ মিয়া (২৮), রফিক (৪০), খায়েরগাঁও গ্রামের জাবেদ হাসান (২৫), দক্ষিণ রাজনগর গ্রামের খাজা মইন উদ্দিন (৩০), কালীবাড়ি গ্রামের মঞ্জুরুল হক (৩৭) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে কাজল মিয়া (৪০)।
জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ইসলামপুর গ্রামের আবুল বাশারের বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম