মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

 


এর পূর্বে জিন্দাবাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূচনা ঘটে। অত্যাচার-নিপীড়নে জর্জরিত জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে দেওয়ার দিন ২৬ মার্চ। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালি সশস্ত্র স্বাধীনতাযুদ্ধের সূচনা করেছিল।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আখতার আহমদ, জিএম বাপ্পী, আমিনুল ইসলাম আমিন, এসএম পলাশ, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মন্টু কুমার নাথ সহ বিভিন্ন জেলা উপজেলা, পৌরসভার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত