হবিগঞ্জের বানিয়াচংয়ে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল লুৎফুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির। সোমবার সকালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লুৎফুর রহমান ওই গ্রামের আব্দুল মতলিবের পুত্র। 


বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, লুৎফুর রহমান নামে ওই ব্যক্তি সকালে বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। এসময় উপর থেকে একটি বিদ্যুতের তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/ইআ-০৯