সিলেট নগরীর জেলরোডে উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছেন ‘রুতবাহ হোটেল ইন্টারন্যাশনাল’।
 

রবিবার বিকেলে এক অনাড়ম্বরপূর্ন অনুষ্টানের মাধ্যমে হোটেলে উদ্বোধন করা হয়।


রুতবাহ হোটেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলমগীর হোসেন জানিয়েছেন, পর্যটন শহর সিলেটে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নগরের প্রাণকেন্দ্র জেলরোডে যাত্রা শুরু করেছে রুতবাহ। এটি সিলেটের হোটেল ব্যবসায় সেবার মান দিয়ে উন্নত হবে। এর পাশাপাশি থাকছে অত্যাধুনিক হলরুম ও মানসম্পন্ন খাবার হোটেল।
 

মোনাজাত পরিচালনা করেন- দরগাহ মাদ্রাসার মুহতামিম ও সিলেটের আলেম হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি।
 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম ও সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব হযরত মাওলানা মোস্তাক আহমদ ও হযরত শাহ গাজী বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার মুহতামিম শায়খ নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জহির উদ্দিন, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম।
 

উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন রুতবাহ হোটেল ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান আলমগীর হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মোস্তফা মুবিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- পরিচালক ইমতিয়াজ আহমদ ও পরিচালক মো. ইমরুল হোসেন।
 

উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, সিনিয়র সাংবাদিক আ.র,ম রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, মানবজমিন ও একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, চ্যালেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি সূটন সিংহ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেন, পৌরবিপনী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মো. হাফিজ উল্লাহ।
 

রুতবাহ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রুতবাহ হোটেল ইন্টারন্যাশনালের পার্টনার, মো. ইব্রাহিম, মো. ইয়াসিন আরাফাত, শাহ মনির উদ্দিন, মো. জাকিরুল ইসলাম, রেদওয়ান আহমদ, মো. আনিছ, মো. আবু জাফর সামী, ইমতিয়াজ হোসেন তান্না, মো. মঞ্জুর আহমদ প্রমুখ।
 

হোটেলের উদ্বোধন উপলক্ষে কোরআন খতমেরও আয়োজন করা হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫