সিলেটের বিশ্বনাথে সড়কে ইট-বালু রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ মালামাল দোকানে রাখায় বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ৪ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওই জরিমানা আদায় করে।
এসময় তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার ও সড়কে ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীসহ সকলের প্রতি আহবান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সাথে পুলিশ ও নিজের অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৯