দিনের বেলায় সাধারণ আর পাঁচজন গৃহবধূর মতোই থাকছেন কিন্তু রাত হলেই ফুটে ওঠে তার ভিন্ন রূপ। রাতে সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে তাকে এ দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
 

সম্প্রতি প্রকাশ্যে এলো রাধিকার নতুন ছবির টিজার।


নতুন এই ছবিতে রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার চরিত্র দুর্গার স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। টিজারে রাধিকাকে বেশ অপটুভাবে গৃহবধূর ভূমিকায় দেখা যাচ্ছে। কিন্তু এই রাধিকাই আবার রাতের অন্ধকারে হয়ে উঠছে সিক্রেট এজেন্ট।
 
টিজার দেখে মনে হচ্ছে ছবিতে রাধিকার বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা যাবে। আবার অভিনেত্রী যখন গৃহবধূর ভূমিকায় তখন বেশ অগোছালো এবং সেই সময় কমেডির উপাদান বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। সাহেব ছাড়াও এ ছবিতে আরো একাধিক বাংলা সিনেমা-সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে। থাকছেন সুমিত ব্যাস। 

টিজারে দুর্গার শ্বশুর হিসেবে দেখা গিয়েছে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। রোশনি ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে অনুশ্রী মেহতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১০