সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকার অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ব্যবসায়ী জাহেদুল ইসলাম জাহেদ (৫৬) মৃত্যুবরণ করেছেন। 

তিনি গত শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশুসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।


শনিবার বাদ আসর উত্তর কাজীটুলা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে মরদেহ দাফন করা হয়। আত্মীয়-স্বজন, এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন জানাজার নামাজে অংশ নেন।

জাহেদুল ইসলাম জাহেদ ছিলেন উত্তর কাজীটুলা এলাকার সজ্জন ব্যক্তি, সফল ক্রীড়া ও যুব সংগঠক। তাঁর মৃত্যুতে এলাকাকাসী গভীরভাবে শোকাহত। গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উত্তর কাজীটুলা জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ, বর্তমান কাউন্সিলর মো. রাশেদ আহমদ ও সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব, সাবেক কমিশনার হুমায়ূন কবীর শাহীন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর