সোমবার (২৭ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে সিলেট মহানগরের ভাতালিয়ায় শাহীন আহম্মদ (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শাহীন ভাতালিয়ার ৫০ নং বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। লাশ উদ্ধারের সময় জামার পকেটে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিলো- ‘আমি শাহীন আহমদ। নিজ ইচ্ছায় কাহার উপর রাগ বা গোস্বা করিয়া আত্মহত্যা করিনাই। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। পুলিশ প্রশাসনও কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্ট মর্টেম ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন। ইতি সবার অবাধ্য শাহীন আহমদ।’
চিরকুটটিতে আরও লেখা- ‘অনেক কষ্ট দিয়েছি আমার মায়ের সমান খালাকে। খালা মাফ করে দিও আমাকে। খালার কাছে আমি অনেক ঋণি।’
লাশ উদ্ধারের পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে বলেন- ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহীনের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি বলেন- প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়াও চিরকুটের লেখা শাহীনের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম