অভিনয় শিল্পী নুসরাত ফারিয়া। তবে এরই মধ্যে গানেও দেখিয়েছেন মুন্সিয়ানা। চিত্রনায়িকার কণ্ঠে গান ইতিমধ্যেই ভক্ত-শ্রোতারা দারুণ ভাবে গ্রহণ করেছে। আর সেই ধারাবাহিকতায় এবার ঈদেও আসছে এই নায়িকার নতুন গান ‘বুঝি না তো তাই’।
গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে আছেন মামজি স্ট্রেঞ্জার। এসভিএফ’র প্রযোজনা, বাবা যাদবের পরিচালনায় এই গানের শুটিং হয়েছে দেশের বাইরে কোন এক সমুদ্র সৈকতে। সম্প্রতি এই মিউজিক ভিডিওর একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে বেশ খোলামেলা পোশাকেই পাওয়া গেছে ফারিয়াকে। আর রমজানের আগে এমন টিজার প্রকাশের পক্ষে ছিল না অনেকেই।
সোমবার ‘বুঝি না তো তাই’ গানের একটি স্থিরচিত্র ফারিয়া প্রকাশ করেন ফেসবুকে। আর তাতে যেন, নেটিজেনরা ক্ষেপেছেন। রমজান মাসে এমন ছবি প্রকাশের জন্য তোপের মুখে পড়তে হয়েছে ফারিয়াকে। ছবিটি ঘিরে চলছে সমালোচনা।
নুসরাত ফারিয়া প্রকাশিত এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। কিন্তু আমার ব্যক্তিত্ব ৬ ফুট ১ ইঞ্চি।’
আর এর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আমি তোমাকে অনেক পছন্দ করি আপু। কিন্তু রোজাতে এই গুলো ছবি দিও না, তাও আবার দিনের বেলায়।’
অন্যজন একজন লিখেছেন, ‘রোজা রমজানে এসব ছবি পোস্ট করা ঠিক নয়।’ এছাড়াও পোস্টটি ঘিরে বেশির ভাগ মানুষের মন্তব্য ছিল- ‘রমজানে ভদ্রতা বজায় রাখেন।’
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত