পবিত্র রমজান উপলক্ষে কানাইঘাট পৌরসভা ও সদর ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২ হাজার টাকা মূল্যের রমজান ফুড প্যাকের কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকেল ২টায় পৌরশহরের ইউনিক কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন প্রজন্ম প্রজেক্টের উদ্যোগে ফুড প্যাকের এসব কার্ড বিতরণ করা হয়।
এসময় বিতরণ কার্যক্রমে প্রজন্ম প্রজেক্টের ভলেন্টিয়ার ছাড়াও কাউন্সিলর বিলাল উদ্দিন, জসিম উদ্দিন, কাওছার আহমদ, মাওলানা ফখর উদ্দিন, আবিদুর রহমান, জমির উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য শাহেদ আহমদ, সাবেক ইউপি সদস্য ফজলুল ইসলামসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রজন্ম প্রজেক্টের নেতৃবৃন্দরা জানান, বিতরণকৃত রমজান ফুড প্যাকের এ কার্ড সুবিধাভোগীরা নির্দিষ্ট দোকানে জমা দিয়ে ২০০০ টাকা মূল্যের পছন্দের পণ্য নিতে পারবেন।
উল্লেখ্য, প্রজন্ম প্রজেক্ট প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-১৩