এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সার্ভিস প্রজেক্টের অংশ হিসেবে টুকেরবাজারে স্হানীয় কৃষকদের মধ্যে সবজী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে কৃষকদের মধ্যে সবজী বীজ ও সার বিতরণ করা হয়। 


এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সভাপতি মো. আদিল হোসেন এর সভাপতিত্বে সবজী বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা ৪ এর গভর্নর এডভোকেট জালাল উদ্দীন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সেবা পরিচালক শাহেদুর রহমান শাহেদ, সাবেক চেয়ারম্যান এপেক্সিয়ান আহমদ সোলেমান। উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সিলেট গ্রীনহিলস এর সদ্য প্রাক্তন সভাপতি একে আজাদ ফাহিম, এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সেক্রেটারি হাফিজ শাহ আদনান, সার্ভিস ডাইরেক্টর এস এ শফি,ফেলোশিপ ডাইরেক্ট আব্দুর রহমান তুহিন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৫