সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি শুক্রবার (৩১ মার্চ) সিলেট আসছেন।
সিলেট এসে বিকেল ৩টায় প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ১৪৩০ ও ১৪৩১ বাংলার জন্য নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৫