ঢাকার সাভারে কর্মরত দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক  শামসুজ্জামানকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ও পরবর্তীতে প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে অভিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
 

তারা এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কন্ঠকে নিস্তব্ধ করার জন্যই কালো আইনকে ব্যবহার করে চূড়ান্ত দমন চালানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিতে চায় যে, সরকারের কর্মকান্ড নিয়ে সমালোচনা করা যাবে না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে না।
 


সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিলম্বে মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানান।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬