ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় জরুরী পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা পরিষদ এলাকায় কৃষকরা অবস্থান কর্মসুচি পালন করেছে।
 

বৃহস্পতিবার দুপুরে কৃষকদের অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিষদ এলাকায় নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর, কাড়ইলগাঁও, বারকাহন, বাতিরকান্দি, মির্জাপুর, পাটিবাগ, বেতুরা, আসাদনগর গ্রাম সহ নাইন্দার হাওর পাড়ের কৃষকগন অংশ নেন।
 


বক্তারা বলেন, তাদের দাবি স্থানীয় মির্জার খালে ফসল রক্ষা বাঁধ অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারনে হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। বৃষ্টি হলেই নাইন্দার হাওর পাড়ের কৃষকদের মধ্যে ফসল হারানোর আতংক বিরাজ করে। এখানে ফসল রক্ষা বাঁধ সৃষ্টির পর থেকেই বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ তৈরী হয়ে আসছিল। কিন্তু এবছর পূর্বের মতো বৃষ্টির পানি নিস্কাশনের পথ না রেখেই বাঁধ নির্মাণ করা হয়। ওই কারনে বাঁধের এক পাশ শুকনো এবং হাওড়ের পাশ পানিপূর্ণ অবস্থায় থেকে যায়। আর বৃষ্টি হলেই পানি বাড়তে থাকে। ফলে নাইন্দার হাওরের কয়েক হাজার একর বোরো ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাদের দাবী পরিকল্পনা অনুযায়ী মির্জার খালের ফসল রক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। হাওরের বোরো ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে কৃষকরা আবেদনও করেছেন বলে তারা জানিয়েছেন।
 

সাবেক ইউপি সদস্য কৃষক মনির উদ্দিন জানান, বৃহস্পতিবার কৃষকদের অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন।
 

হাওর পাড়ের কৃষক সালেহ আহমদ, ছালিক মিয়া তালুকদার, কুতুব উদ্দিন সহ কৃষকরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের বাঁধ ও ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এবছর তারা ফসল হারা হবেন।


 

সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-২৩