আবুধাবির টলারেন্স ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তানের যুবরা। শিরোপা জয়ের লক্ষ্য টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান। আগে ব্যাট করেত নেমে টাইগার বোলার মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে মাত্র ১৪৩ রানে অলআউট হয় আফগানিস্তানরা। ছোট লক্ষ্য তাড়া করেতে নেমে জিসান আলম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশের যুবরা।
টসে জিতে ব্যাট করেত নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তোলেন আফগান দুই ওপনার হিজবুল্লাহ দোরানি এবং ওয়াফিউল্লাহ তারাখিল। পরে ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিজবুল্লাহ। এরপরের গল্পটা কেবল মাহফুজুর রহমান রাব্বিকে ঘিরে। ৬ উইকেট নেন রাব্বি। শেষ পর্যন্ত ৩৭ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে বল হাতে মাহফুজুর রহমান নেন ৬ উইকেট। এছাড়া রাফি উজ জামান ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান মারুফ ও শেখ জীবন।
এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান আশিকুর রহমান শিবলি। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার রিজওয়ান জিশান ও আলম গড়েন ৪১ রানের জুটি। জিশান ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে খাহলেল আহমেদের বলে আউট হন। তবে ব্যাক্তিগত ৪৩ রানে রিজওয়ান আউট হলে, শেষ দিকে আরিফুল ইসলামের ২২ রানের ক্যামিও ইনিংসে ৬ উইকেটের জয় পায় টাইগার যুবরা।
আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন কামরান হটাক। এছাড়া একটি করে উইকেট নেন বাশির আহমেদ ও খাহলেল আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/ ঢাকামেইল/শাদিআচৌ-০৭