সিলেটের দক্ষিণ সুরমা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা ছিনতাইয়ের চেষ্টায় ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামসুদ্দোহা, পিপিএম, বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন রশিদ চত্তরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন একটি রাস্তা থেকে ওই চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
তারা ওই সময় ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর শাহপরাণ থানার টিকরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৪৫), খাদিমপাড়া গ্রামের মোঃ ইদ্রিছ আলী (৩৫), শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা সায়মন (২২) ও পীরেরবাজার বলাকা আবাসিক এলাকার ফারহান আহমদ (২৪)। তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার (৩১ মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/পল্লব-৮