শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ক্বীন অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে 'ক্বীন স্কুল' নামক কার্যক্রম। তাদের এই ব্যতিক্রমী আয়োজনের ১৯ বর্ষপূর্তি হয়েছে কিছুদিন আগে। আর সেই উপলক্ষে তারা আজ স্কুলের বাচ্চাদের নিয়ে মেতে ছিলো আনন্দযজ্ঞে।
ক্বীন স্কুলের এই আনন্দযজ্ঞে শামিল হয়েছিলো সিলেটের আরেক স্বনামধন্য চ্যারিটি সংগঠন 'দ্যা হেল্পিং উইং'। রমজান মাস জুড়ে চলমান তাদের 'দুই টাকায় ইফতার' প্রোগ্রামের আওতায় তারা আজ ইফতার করেছে ক্বীন স্কুলের দেড় শতাধিক বাচ্চাদের নিয়ে।
আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জায়েদা শারমিন সাথী। এছাড়াও উপস্থিত ছিলেন, 'দ্যা হেল্পিং উইং' এর সভাপতি নাদের চৌধুরী, সাধারণ সম্পাদক নাফিস শামস তিয়াস, ক্বীনের সভাপতি কৌশিক চাকমা, সাধারণ সম্পাদক সৈয়দ ইফরানসহ উক্ত দুই সংগঠনের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক।
উক্ত আয়োজনে অংশগ্রহণ করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দ্যা হেল্পিং উইংয়ের সভাপতি নাদের চৌধুরী বলেন -' আমরা দ্যা হেল্পিং উইং ২০১৯ সাল থেকেই প্রতি রমজান মাসে শ্রীমঙ্গল ও সিলেটে 'দুই টাকায় ইফতার' নামক প্রোগ্রাম করে থাকি। এবার শুরু থেকেই আমাদের পরিকল্পনায় ক্বীন স্কুল ছিলো। তাদের জন্মদিনের আয়োজন এবং আমাদের পরিকল্পনা ব্যাটে বলে মিলে যাওয়ায় সুন্দর কিছু সময় কাটালাম আমরা। ক্বীন সিলেটের প্রথম দিককার চ্যারিটি অর্গানাইজেশনগুলোর একটা। তাদের জন্য শুভকামনা থাকলো। ভবিষ্যতে একসাথে আমরা অনেক প্রোগ্রাম করতে চাই। '
ক্বীনের সভাপতি কৌশিক চাকমা তার সমাপনী বন্তব্যে বলেন- 'আমাদের জন্মদিনের আয়োজনে শামিল হওয়ায় দ্যা হেল্পিং উইংকে ধন্যবাদ। আমরা ভবিষ্যতে সুযোগ থাকলে এক সাথে আরো কাজ করতে চাই।'
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১০