২০১৭ সালের ১৩ জুলাই ছড়ার ভাঙ্গায় পরে নিখোঁজ হয় স্কুলছাত্র রবিউল। কয়েক ঘন্টা পর তার মৃতদেহ পাওয়া যায়। মেধাবী ওই স্কুলছাত্রের অকাল মৃত্যু দাগ কাটে স্থানীয়দের হৃদয়ে। এলাকাবাসী ঐস্থানে একটি সেতু নির্মাণের জন্য জোর দাবি তুলেন। দীর্ঘ ৬ বছর পর সেই দাবি বাস্তবায়িত হলো। সেতুটি অগ্রাধিকার দিয়ে নির্মাণ করেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।
হবিগঞ্জের চুুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় হতে পশ্চিম ডুলনা যাওয়ার রাস্তায় খালের উপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটির নামকরণ করা হয়েছে ‘রবিউল সেতু’।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ইফতার পূর্ব মূহুর্তে সেতুটি উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন-‘রবিউল ক্লাসের ফাস্র্ট বয় ও মেধাবী ছিল। এলাকাবাসীর দাবি ছিল এখানে একটি ব্রিজ হোক। সবার দাবির প্রতি সম্মান জানিয়ে এবং রবিউলের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে একটি ব্রিজ নির্মাণ করার।’
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক জায়গায় রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্ট তৈরি হচ্ছে। চুনারুঘাটেও এ উন্নয়নের ধারা অব্যাহত আছে। এই এলাকার স্কুলগুলোতেও চার তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। খোয়াই ও করাঙ্গী নদীর উপর অনেকগুলো ব্রিজ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাজীপুর ইউনিয়ন। গাজীপুর এবং আহম্মদাবাদ ইউনিয়নের সংযোগস্থলে এ ব্রিজ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ ব্রিজ নিহত রবিউলের স্মৃতি ধরে রাখবে।’
উল্লেখ্য, এ রাস্তা দিয়ে হাজি ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়, আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আমুরোড বাজার, হাপ্টারহাওর, নালুয়া চাবাগানের পূর্ব-টিলাসহ প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়াও এ এলাকার বিভিন্ন ব্যবসায়ী, চুনারুঘাটমুখী লোকজনও যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণ হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী ও গ্রামের লোকজনের যাতায়াতে কষ্টলাঘব হবে।
সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সেতুর দুই প্রান্তের গ্রামের বাসিন্দারা।
গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, রাণীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক নির্মল চন্দ্র দেব, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি উসমান গণি কাজল জাপানী, মোঃ জালাল উদ্দিন খান, কাউছার আহমেদ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল হাই প্রিন্স, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম উস্তার, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, উপজেলা ছাত্ররীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন জিতু, সাংবাদিক এম এস জিলানী আখনজী, শংকর শীল প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাশেষে চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উসমান গণি কাজলের বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
উপজেলার গাজীপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের উপর নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্য সেতুটির পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৭০ লাখ ৫২ হাজার ৪শত ২১ টাকা বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাহির এন্টারপ্রাইজ ।
সিলেটভিউ২৪ডটকম/জিলানী/পল্লব-১৩