বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে নার্সিংয়ে ভর্তি করিয়েছিলেন তাকে। পড়ালেখা শেষ করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন ছিল তার। কিন্তু হঠাৎ কোন ঝড়ে নিভিয়ে দিয়ে গেল নর্থ ইস্ট নার্সিং কলেজের ছাত্রী সমাপ্তি রায়ের (১৯) জীবন। কেনইবা এভাবে জীবনের সমাপ্তি টানলো সমাপ্তি।

শুক্রবার ভোররাত ৪টায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সমাপ্তি ঘটে সমাপ্তি রায়ের। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং উত্তরপাড়ার মৃত কালাবাসী বৈষ্ণবের মেয়ে। নর্থ ইস্ট নার্সিং কলেজের হোস্টেলে থেকে সে পড়ালেখা করতো।  


কলেজ সূত্রে জানা যায়, হোস্টেলে নিজ রুমে বিষ পান করে সমাপ্তি রায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে সে মারা যায়।

কী কারণে সমাপ্তি এভাবে জীবন সংহারের পথ বেছে নিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ।

দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা জানান, সমাপ্তি রায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/নুরুল/শাদিআচৌ-০২