সারাদেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি।
শনিবার (১ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ২টায় এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হতে থাকেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
অনুষ্ঠোনে সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচিতে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা জোট এবং দলগুলো।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১২