সিলেট ইসকন মন্দিরে হাজার হাজার ভক্তদের অংশগ্রহণে ইসকনের অন্যতম জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৪তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসব পালিত হয়েছে।
 

শনিবার (০১ এপ্রিল) ভগবান শ্রীনৃসিংহদেবের যজ্ঞের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ সভাপতি ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
 


এসময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দেন।

এই বিশেষ দিনে ইসকন সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সকালে দর্শন আরতি ও গুরুপূজা, শ্রীল গুরুমহারাজের সুস্বাস্থ্য কামনায় শ্রীশ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে যজ্ঞ।
 

এরপর কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে গুরুমহারাজের মহা-অভিষেক শুরু করে। পরে ২৫০০ শত আইটেম রান্না করা প্রসাদ গুরুমহারাজের উদ্দেশ্যে নিবেদন করা হয়।
 

আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন সিলেটে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।
 

আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন সিলেটে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। ৭৪তম আবির্ভাব তিথিতে ৭৪ পাউন্ড ওজনের কেক কেটে পালন করা হয় গুরুমহারাজের আবির্ভাব তিথি মহোৎসব।এসময় কেক কাটা দেখতে মুক্তমঞ্চ ছুটে আসেন হাজারো ভক্ত।
 

ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসকন সিলেটের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস, মোহন গোবিন্দ দাস, তমাল প্রিয় দাস, শ্রীধর প্রভু, নবীন নীল মাধব দাস, দেবেন্দ্র কেশব দাস প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১