মৌলভীবাজারের কুলাউড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডিলার নিয়োগ দিয়েছে রাজমহল ফুডস অ্যান্ড সুইটস ইন্ডাস্ট্রি। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে জাবেদ আহমদ মুন্নার মালিকানাধীন ফাতেমা ডিপার্টমেন্টাল স্টোরকে ২০১৭ সালের অক্টোবর মাসে লিখিত চুক্তির ভিত্তিতে ডিলার প্রদান করলেও চুক্তি ভঙ্গ করে আরও একটি ডিলার নিয়োগ দিয়েছে রাজমহল।
 

শর্তভঙ্গ করে ডিলার নিয়োগ প্রদান করায় ফাতেমা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জাবেদ আহমদ মুন্না মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ২০২২ সালের ডিসেম্বরে মামলা চলমান অবস্থায় কোনো ডিলারকে খাদ্য পণ্য সরবরাহ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন আদালত।


মুন্না আরো জানান, ২০১৭ সালের অক্টোবর মাসে আমাকে লিখিত চুক্তির ভিত্তিতে ফাতেমা ডিপার্টমেন্টাল স্টোরকে রাজমহলের ডিলার প্রদান করা হয়। লিখিত চুক্তিতে চতুর্দিকে ৩ কি.মি ভেতরে অন্য কোনো ডিলার নিয়োগ না করার শর্তসহ অনান্য শর্তে ডিলার প্রদান করে রাজমহল। পরে ২০২২ সালের নভেম্বরে রাজমহল লিখিত চুক্তির শর্ত ভঙ্গ করে ১ কিলোমিটারের ভেতরে রবিরবাজারের কর্মধা সড়কে আবু মোহাম্মদ নাসিরের মালিকানাধীন তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরকে ডিলার প্রদান করে রাজমহল ফুডস অ্যান্ড সুইটস ইন্ডাস্ট্রি।

এদিকে শুক্রবার (৩১ মার্চ) রবিরবাজারের কর্মধা সড়কে অবস্থিত তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরে রাজমহলের সাইনবোর্ড টাঙিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাবার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এভাবে রাজমহল খাবার সরবরাহ করার প্রস্তুতি নিলে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ফাতেমা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জাবেদ আহমদ মুন্না। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাসিরের মালিকানাধীন তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরকে শনিবার (১ এপ্রিল) খাদ্য পণ্য সরবরাহও করে রাজমহল।
 

ফাতেমা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জাবেদ আহমদ মুন্না জানান, এভাবে লিখিত চুক্তির শর্তভঙ্গ করে রাজমহল অন্য ডিলার নিয়োগ করায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেছে রাজমহল। আমি আইন অনুযায়ী এর সুষ্ঠু বিচার চাই।

নিষেধাজ্ঞা অমান্য করে খাবার গ্রহণকারী প্রতিষ্ঠান তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আবু মোহাম্মদ নাসির জানান, মামলার বিষয়ে আমি কিছুই জানি না। রাজমহল আমার সাথে চুক্তি করেছে। এ বিষয়ে খোঁজ খোঁজ নিচ্ছি।
এ বিষয় নিয়ে রাজমহল ফুডস অ্যান্ড সুইটস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি।

ফাতেমা ডিপার্টমেন্টালের মালিক জাবেদ আহমদ মুন্নার আইনজীবী রমা কান্ত দাস গুপ্ত জানান, খাদ্য পণ্য সরবরাহে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় সরবরাহ করা আদালতের নিষেধাজ্ঞার পরিপন্থি। এটা আদালত অবমাননার সামিল।

কুলাউড়া থানার এএসআই মো. তাজুল ইসলাম জানান, রাজমহলের ডিলার মুন্না থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/পল্লব-১০