ঢাকায় গিয়ে ‘নিখোঁজ’ হওয়া সিলেটের ২ ছাত্রদল নেতার হদিস দীর্ঘ ১১ বছরেও মেলেনি। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর তারা আর ফেরেননি।
তাদের অপেক্ষায় স্বজনরা আজও প্রহর গুনছেন। পরিবারের মানুষের আশা- একদিন ফিরে আসবেন দিনার-জুনেদ।
ওই বছর সিলেট নগরের উপশহরে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় আলোচিত হন ইফতেখার আহমদ দিনার। মামলার ভয়ে প্রকাশ্য থেকে অন্তরালে চলে যান তিনি। সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। এ অবস্থায় ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধু জুনেদসহ নিখোঁজ হন দিনার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে তাদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব বলে দাবি স্বজনদের। দিনারের কিশোর বয়সী ছেলে রাইয়ান আর মেয়ে মাইশা দীর্ঘ ১০ বছর বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত।
আর পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের বাবা এখন মৃত্যুশয্যায়। দিনারের বোনের স্বামী সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ সোমবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটভিউ-কে জানান, তাঁর শ্বশুর (দিনারের বাবা) ডা. মইন উদ্দিন আহমদ ছেলের চিন্তায়ই মৃত্যুশয্যায়। কয়েকদিন আগে শারীরিক অবস্থা বেশে খারাপ হলে তাঁকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউ-তে ভর্তি ছিলেন। অবস্থা আরও খারাপ হওয়ায় ডা. মইন উদ্দিন আইসিইউ অ্যাম্বুলেন্সে করে সোমবার দুপুরে ঢাকায় নেওয়া হয়েছে। বিকালে ঢাকার একটি হাসপাতালে তার হার্টে অপরাশেন হওয়ার কথা রয়েছে।
এদিকে, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াসের গাড়িচালক আনসার আলীর সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৭ এপ্রিল দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হবে। বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম