সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরীর উপস্থিতিতে ৫৮জন উপকারভোগীদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।
এসময় সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজান মাস্টার, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আতর আলী, আ’ লীগ নেতা হাবিবুর রহমান, সুরমা ইউনিয়ন আওয়ামীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামসুল ইসলাম যুবলীগ নেতা আব্দুল লতিফ, ইউপি সদস্য আহসান উদ্দিন, হাছন আলী, জামাল উদ্দিন, জাহানারা বেগম, শেফালী বেগম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৬