রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মীসহ অন্তত ১৭ জন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সানী সরকার বলেন, আগুনের ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জনেরও বেশি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন। হাসপাতালে আসা আহতদের মধ্যে আমরা ১৭ জনের নাম অ্যান্ট্রি করতে পেরেছি। শুরুর দিকে রোগীর চাপ বেশি থাকায় বাকিদের নাম অ্যান্ট্রি করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে বেশির ভাগই ফায়ার সার্ভিস কর্মী ছিলেন।
তিনি বলেন, একজনের মারাত্মক ইনজুরি ছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকি যারা আছে মোটামুটি স্টেবল। তাদের একজনের সাতটি সেলাই লেগেছে।
মেডিকেল অফিসার ডা. সাহিদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অধিকাংশই মোটামুটি ভালো আছেন। কোনোরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ নেই। তাদের সেবায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তৎপর আছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩