কথায় আছে ‘শেষ ভালো যার, সব ভালো তার’। প্রবাদ বাক্যটির কথাই মনে হয় ভালো কিছু বয়ে আনতে পারে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলাবাসীর কপালে। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান।
 

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্বনাথে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে রাজনীতির দুই মেরুর দুই দিকে থাকা জনপ্রতিনিধির এমন মধুর মিলন হয়েছে। এখন দেখার বিষয় যে নিজের বাকী সময়টুকু দু’জনে মিলে মিশে বিশ্বনাথবাসীর কল্যাণে কিছু করতে পারেন কিনা? নাকি এক টেবিলে বসা এখানেই শেষ।
 


নিজেদের কাঙ্খিত উন্নয়নের জন্য উপজেলাবাসী ওই দুই শীর্ষ জনপ্রতিনিধিকে এক টেবিলে দেখতে চাইলেও, তা সম্ভব হয়ে উঠেনি সুবিধাভোগী কিছু মানুষের বিভিন্ন নাটকীয়তারা কারণে। অবশেষ সকল জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে একজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হয়েছেন আরেকজন।
 

উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার।
 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
 

উল্লেখ্য, অতিথে ওই দুই জনপ্রতিনিধি এক সাথে কোন অনুষ্ঠানে থাকা নিয়ে হামলা-মামলা ও বাকবিতন্ডার ঘটনা সংগঠিত হয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৯