মহান মুক্তিযুদ্ধকালে বালাগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা দানকারী চিকিৎসক, লন্ডনের প্লাস্টো মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের জিপি ডা.এ কে এম জাকারিয়া মঙ্গলবার (০৪ এপ্রিল) লন্ডনের স্থানীয় সময় বেলা ৩টায় কিং জর্জ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কিডনি ও হার্টের জটিল রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বরেণ্য এই চিকিৎসকের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করছেন। ডা.জাকারিয়া ১৯৬৯ সালে ওসমানী মেডিকেল কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী হিসেবে এমবিবিএস পাশ করেন। দেশে-বিদেশে সুদীর্ঘকালের চিকিৎসা জীবনে তিনি সর্বমহলে একজন কিংবদন্তি হিসেবে খ্যাতি অর্জন করেন। বিশেষ করে বিলেতে আশ্রয়প্রার্থী, অসহায় মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগ দিয়ে তিনি সুখ্যাতি অর্জন করেন। ডা. জাকারিয়া সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজের পরিচালক এবং এনআরবি ব্যাংকের মালিকানার সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজারের মাটিজুরা ( সুনামপাড়া)। তার পিতা মরহুম খুর্শিদ আলী। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ডা.জাকারিয়া আইনজীবী ও সাংবাদিক আব্দুল মুকিত অপির চাচা এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা.বদরুল হক রুকন, ওসমানী মেডিকেল কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ডা.ময়নুল হকের ভগ্নিপতি। তার জানাজা ও দাফন লন্ডনে অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৬