আনন্দমুখর পরিবেশে সিলেটে পালিত হয়েছে যমুনা টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ এপ্রিল) রাতে যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর কার্যালয়ে আসেন সিলেটের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর আগে আগত অতিথিদের স্বাগত জানান, যমুনা টেলিভিশন সিলেটের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন।
অতিথিরা বলেন, যমুনাটিভি তার নয় বছরের পথ চলায় নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যমুনাটিভি আগামীতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মূসা, মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আব্বাস উদ্দিন, বাংলাদেশ আবৃত্তি সমম্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল মেহেদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, টিসিজে এর সভাপতি দ্বীগেন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, এনটিভি’র ক্যামেরাপার্সন আনিস রহমান, এখন টেলিভিশন সিলেটের স্টাফ রিপোর্টার মাধব কর্মকার, বাসসের সিলেট জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, আনন্দ টেলিভিশন সিলেটের প্রতিনিধি এম আর টুনু তালুকদার, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলমগীর, আজকের পত্রিকা সিলেটের নিজস্ব প্রতিবেদক ইয়াহিয়া মারুফ, যমুনা টেলিভিশন সিলেটের স্টাফ রিপোর্টার নাবিল হোসেন, ক্যামেরাপার্সন আহমেদ শাহীন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১২