সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‌‘ইনসান এইড বাংলাদেশ’ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছে।
 

গত ২৪ ফেব্রুয়ারি কলকাতার বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশের ২০জনকে ২০ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড প্রদান করে।
 


ইনসান এইড বাংলাদেশের কোন প্রতিনিধি সেখানে উপস্থিত হতে না পারায় ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের ম্যানেজিং ডাইরেক্টর আর. কে. রিপন ৬ এপ্রিল সকালে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
 

অ্যাওয়ার্ড হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল-এর ম্যানেজিং ডাইরেক্টর আর কে রিপন বলেন, ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল দু দেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে। অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে মানুষের কাজের মূল্যায়ন করেছে। এতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠন সম্মানিত হয়ে তাদের কাজ কর্মে আরো উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা যায়।
 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে খাদিম নগরের শাহ পরানস্থ ইনসান এইড-এর সেন্ট্রাল অফিসে প্রতিষ্ঠানের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইনসান এইডের ওভারসিজ ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. নূর উদ্দিন।
 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ বাবুল সরকার, মোহাম্মদ শমসের, মো. আতাউর রহমান, মোহাম্মদ রিপন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬