বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা কর্মসূচি সফল করতে শনিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলায়-জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এ কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন দলটির নেতারা।
 

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানা হয়, মহানগরে থানা পর্যায়ে, জেলা-উপজেলা পর্যায়ে আগামী ৮ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঘোষিত যুগপৎ অবস্থান কর্মসূচিতে দলের জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি এবং জেলার শীর্ষস্থানীয় নেতারা নেতৃত্ব দেবেন। এছাড়া ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিভাগ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি/মানববন্ধন/প্রচার পত্র বিলি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাসহ সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন টিমে বিভক্ত হয়ে নেতৃত্ব দেবেন।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-০৩