সিলেটের কানাইঘাটে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুরমা নদীতে তলিয়ে যাওয়া এক বৃদ্ধ ও বসতঘর থেকে ৬ সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে নারাইনপুর আগফৌদ গ্রামে ৬ সন্তানের জননী মাসুদা বেগম (৪৫)-এর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানাপুলিশ। 


স্থানীয়রা জানান,  বৃহস্পতিবার ইফতারের অনুমান আধঘন্টা আগে উপজেলার নারাইনপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী মাসুদা বেগমের গলায় ওড়না প্যাঁচানো লাশ রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে কানাইঘাট থানাপুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাসুদা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

স্থানীয় সূত্র জানায়, মাসুদা বেগমের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার স্বামী ইসলাম উদ্দিন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। মাসুদা বেগমের সাথে তার স্বামী ইসলাম উদ্দিনের পারিবারিক ঝগড়াঝাটি সব-সময় লেগে থাকতো। 

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে বলে জানা গেছে।

অপরদিকে, কানাইঘাটে সুরমা নদী দিয়ে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ আব্দুর রব নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।  

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম)-এর বাসিন্দা আব্দুর রব (৬০) নামের ওই বৃদ্ধ তার কয়েকটি গরু নিয়ে মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর পানি দিয়ে পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সুরমা নদীতে  তল্লাশি চালিয়ে আব্দুর রবের সন্ধান পায়নি।

একপর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে আব্দুর রবের লাশ ভেসে উঠে।

পরে কানাইঘাট থানাপুলিশ গিয়ে আব্দুর রবের লাশ উদ্ধার করে। 


সিলেটভিউ২৪ডটকম / মাহবুব / ডি.আর