খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমীর, শেখবাড়ী জামিয়ার পরিচালক ও শায়খুল হাদীস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি এবং মাসিক হেফাজতে ইসলাম পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী দা. বা.।
শোকবাণীতে আমীরে আঞ্জুমান জানান, অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী ছিলেন একজন বিদগ্ধ রাজনীতিবিদ, হাদীস বিশারদ, দক্ষ শিক্ষক ও অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও যুগসচেতন আলেমে দ্বীন। পারিবারিক জীবনেও তিনি ছিলেন সম্ভ্রান্ত আলেম পরিবারের সন্তান। তাঁর বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্দেশ্বরী (রাহ.) একজন প্রখ্যাত বুযুর্গ আলেম ছিলেন।
আমীরে আঞ্জুমান আরোও জানান, বাংলাদেশে ইসলামী রাজনীতির পরতে পরতে মিশে থাকবে অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী (রাহ.) এর নাম।
খেলাফত মজলিসের ব্যানারে তিনি আজীবন ঈমান-আক্বীদা সংরক্ষণ, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় গুরুত্বপূর্ণ ও আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন সত্যিকার আপসহীন রাহবারকে হারিয়ে ইসলামী অঙ্গনে যে অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে তা সহজে পুরাবার নয়।
শোকবার্তায় আমীরে আঞ্জুমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের মহানগরের ইফতার মাহফিলে যোগদানের পর মোনাজাত শেষে তিনি হার্টঅ্যাটাক (হৃদরোগ) করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৫