নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রের ডাকা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা বস্তবায়নের দাবিতে শনিবার (০৮ মার্চ) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় পৌর শহরের আছিয়া প্লাজার সম্মুখে মেইন রোডের পাশে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আতাউস শহীদ, যুবদল নেতা ইকবাল হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু