সিলেট নগরীর দি এইডেড হাই স্কুলের এসএসসি-২০০২ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার নগরীর জল্লারপারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মাহফিলে ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কামরান চৌধুরী। তিনি বলেন, প্রতিবছর রমজান মাসে এমন আয়োজনের মধ্যে দিয়ে আমাদের পুরনো সকল বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পাই। এর মাধ্যমে স্কুল জীবনের আত্মিক সম্পর্ক আরোও শক্তিশালী ও মজবুত হয়। এই রীতি আজীবন অব্যাহত রাখা উচিত। আমি মনে বিশ্বের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বন্ধুরা এই কার্যক্রম অব্যাহত রাখতে ভূমিকা রাখতে পারেন।
বক্তব্য শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুর রশিদ খান রাশেদ।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সুদীপ দাস শুভ্র, ডা. আব্দুল হাফিজ শাফী, ডা. আবু সালেহ খান, ডা. সোহেল আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদ সচিব সোয়েব আহমদ ইমন, ডা. মো. মিসবাহ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, সাংবাদিক হাসান মো. শামীম, সাংবাদিক সৈয়দ সাইমুম আনজুম ইভান, দৈনিক একাত্তরের কথা’র সিনিয়র সিস্টেম এনালিস্ট রিটন আহমদ দিপু, শাহজালাল হসপিটালের পরিচালক ওমর মনিহার, ক্রীড়া সংগঠক আকতার আহমদ, যুবলীগ নেতা তরিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী প্রসেনজিৎ দাস প্রীতম, ব্যবসায়ী রুমেল আহমদ, ব্যাংকার সঞ্জীব দাস শুভ্র, ব্যাংকার আব্দুর রকিব সাহেদ, ব্যাংকার বশির হাসান মিঠু, ব্যবসায়ী তৈমুর রাজা চৌধুরী, সরকারী কর্মকর্তা মিলন কান্তি রায়, ব্যাংকার লিসান হোসাইন, সোলেমান আহমদ, ব্যবসায়ী সিদ্ধার্থ দাস, শিক্ষক খোকন আহমদ, ব্যাংকার কবির আহমদ, মো. সাইফুল গাজী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর