সম্প্রতি শুধু অন্তর্বাস পরে মেট্রো রেলে চড়ে কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় তরুণী রিদম চানানা। দিল্লীর ওই তরুণী পরে জানিয়েছেন, শুধু ওইদিন নয়, এর আগেও তিনি এ ধরনের অন্তর্বাস পরে মেট্রোয় যাতায়াত করেছেন।
কিন্তু সেসবে কান দেওয়ার সময় নেই নেটিজেনদের। রিদমকে তারা উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানালেন, কে কী পরে মেট্রোতে উঠল তাতে কোনো মাথাব্যাথা নেই তার।
শ্রীলেখা বলেন, ‘কে ব্রা পরে গাড়িতে উঠল, কে মাইক্রো মিনি পরে মেট্রোয় উঠল এটাতে সাধুবাদ জানানোরও কিছু নেই, যার যা পছন্দ সেটা পরবে। কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না। এখন সে কেন পরেছে, কী পরেছে সেটা হয়ত আমার ভালো নাও লাগতে পারে। আবার এরকম পোশাকে কাউকে দেখে ভালো লাগে আবার অনেককে হয়ত ভালো লাগে না। ভালো লাগে না মানে বডি ল্যাঙ্গুয়েজে ভালগারিটি টা বোঝায়।’
তিনি আরও বলেন, ‘অনেকে আছে যাদের শাড়ি পরেও তাদের ভালগার লাগে। কিন্তু কেন সে ব্রা পরেছে, তার হয়ত গরম লাগছিল তাই পরেছে, আমি জানি না। আমি কাউকে না দেখে, না বুঝে বিচার করব না। তবে হ্যাঁ আর একটা বিষয় রয়েছে কেউ কেউ এই বিষয়গুলিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। সেটাও মাঝে মাঝে একটু দৃষ্টিকটু দৃষ্টি নন্দনের বিষয় রয়েছে। তাই এই ব্যালান্স করাটা খুব জরুরি। কোনও পোশাকে ব্রা-এর স্ট্র্যাপ দেখা গেল সেটা নিয়ে হইহই রইরই করার মতো বিষয় নয়। কিন্তু প্রকাশ্যে ব্রা পরে বেরিয়ে যাওয়া একটু বাড়াবাড়ি বলেই মনে হয়। তবে যেটা জানি না সেটা নিয়ে কিছু না বলাই ভালো। আমি কে এটা বলার। লোকের যদি ভালো না লাগে তবে সে দেখবে না, মুখ ঘুরিয়ে থাকবে আর ভালো লাগলে দেখবে। তবে এগুলোর চেয়ে অন্য অনেক কিছু রয়েছে প্রতিবাদ করার মতো।
সিলেটভিউ২৪ডটকম/এনটি
সূত্র : ঢাকামেইল