সিলেটের গোলাপগঞ্জের সরকারি এম সি একাডেমির সাবেক অধ্যক্ষ নিরঞ্জন দাস স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
রবিবার (৯ এপ্রিল) এক শোক বার্তায় তিনি বলেন, প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে গোলাপগঞ্জে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। গোলাপগঞ্জের নামকরা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর শিক্ষকতা জীবনের পুরো সময় কাটিয়েছেন। একজন আদর্শবান ও ত্যাগী শিক্ষক হিসেবে উঁচু নেতিকতার অনেক মেধাবী শিক্ষার্থী তৈরি করেছেন। আলোকিত সমাজ বিনির্মানে অন্ধকার সময়ে গোলাপগঞ্জে কল্যাণমুখী ও দেশপ্রেমিক শিক্ষায় তাঁর অবদান জাতি সকল সময়ে শ্রদ্ধায় স্মরণ করবে।
শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/পিডি