সিলেটের বিয়ানীবাজারে ত্রাণ বিতরণে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ এপ্রিল) বিকালে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের পীরেরচক নামক স্থানে এ ঘটনা ঘটে। 

সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে এবং বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির ব্যবস্থাপনায় সেই জায়গায় ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছিলো। ‘অতি উৎসাহী’ পুলিশের বাধায় স্থানীয় গরিব ও অসহায় কয়েক শ মানুষ এসব ত্রাণসামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 


স্থানীয় সূত্র জানায়, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের পীরেরচক নামক স্থানে শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ওই স্থানে ফয়সল আহমদ চৌধুরী উপস্থিত হয়ে এসব উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। এর কিছুক্ষণ পরই বিয়ানীবাজার থানার এস.আই আফতাব উদ্দিন রিগানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়। 

স্থানীয়দের অভিযোগ- পুলিশ এসময় ‘এখানে বিএনপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না’ উল্লেখ করে বন্ধ করে দেয় এই কার্যক্রম। এসময় সুবিধাভোগিদের বঞ্চিত হওয়ার বিষয়টি আলোকপাত করে পুলিশকে অনুরোধ করলেও বিতরণ করতে দেয়নি। 

এ বিষয়ে ‘ত্রাণ বিতরণে বাধা প্রদানকারী’ এস.আই আফতাব উদ্দিন রিগান সিলেটভিউ-কে বলেন- ওই স্থানের পাশে একটি বাড়িতে জায়গা-জমির বিরোধ নিয়ে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছিলো। খবর পেয়ে আমরা মূলত এখানে গিয়েছিলাম। পরে ত্রাণ বিতরণের স্থানে অনেক মানুষ জড়ো হওয়া দেখে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সে জন্য পরে বিতরণ করতে বলেছি। 

তবে স্থানীয়রা বলছেন- ত্রাণ বিতরণের জায়গায় কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। এমনটি হলে পুলিশ দাঁড়িয়ে থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করতে পারতো। বাধা কেন দিবে?

এ প্রসঙ্গে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) সিলেটভিউ-কে বলেন- একজন সাংবাদিক মারফত এমন একটা অভিযোগ আমি জানতে পেরেছি। হয়তো ওখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছিলো তাই পুলিশ বাধা দিয়েছে। তারপরও বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম