শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত কর্মচারীদের সংগঠন ‘শাবি কর্মচারী ইউনিয়ন'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এসময় বলেন তিনি বলেন, 'শাবির কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের পথচলা আজকেই সমাপ্ত হয়েছে। এ পথচলায় আপনারা সকলেই আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। এজন্য সব কাজই সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।'
'আজকের ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আজকের এই দিন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো. কামরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিষ্টার মো. ফজলুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোর্শেদ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে দোয়া করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মতিউর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/পল্লব-১৯