কুলাউড়ায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
সভায় ১লা বৈশাখ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভা ও পুরস্কার বিতরণীর কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/পল্লব-৩৩