সারের দাম বৃদ্ধির প্রতিবাদে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং কৃষি ক্ষেত্রে আরও সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আজ এক বিবৃতিতে সারের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
 

বিবৃতিতে নেতারা বলেন, ১০ এপ্রিল সরকার ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে এবং তা একই দিন থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২২ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, ডিএপি সারের মূল্য ডিলার পর্যায়ে ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা এবং কৃষক পর্যায়ে ১৬ টাকা থেকে ২১ টাকা করা হয়েছে। টিএসপি সারের মূল্য ডিলার পর্যায়ে ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে ২২ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে। এমওপি সারের মূল্য ডিলার পর্যায়ে ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা এবং কৃষক পর্যায়ে ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।


নেতারা বলেন, সরকার গত বছরের ১ আগস্ট ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে কেজিতে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করেছিল এখন আবার এ বৃদ্ধি অযৌক্তিক। বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বীজ-সার-কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, এখন সারের মূল্যবৃদ্ধি কৃষককে আরও ঋণগ্রস্থ করে ফেলবে।

নেতৃবৃন্দ সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং কৃষি ক্ষেত্রে আরও সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। 
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৪