আইপিএলের এবারের আসরের নিজেদের চতুর্থ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্রথম তিন ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পাননি। টানা তিন হারের পর অবশেষে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে একাদশ জায়গা দিয়েছে দিল্লি। মুম্বাইয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নারের দল। 

 


চলতি আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ডেভিড ওয়ার্নারের দল। তারপরও মুস্তাফিজ উপেক্ষিত। শুধুমাত্র নেটে বোলিং করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এই বাঁহাতি পেসারের। দিল্লির একাদশে মুস্তাফিজের পজিশনে খেলা আনরিখ নর্কিয়াও যে খুব ভালো করছে তা নয়। অবশেষে নিজেদের প্রথম জয়ের খুঁজে থাকা দিল্লি তাদের একাদশে দিয়েছে টাইগার পেসারকে। 

 

নিজেদের প্রথম তিন ম্যাচে শোচনীয় হারের পয়েন্ট তালিকার তলানিতে ওয়ার্নারের দল। আজ রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ক্যাপিটালস। 

 

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডে, যশ ধুল, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব,এনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/এনটি


সূত্র : ঢাকা মেইল